বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে চতুর্থ দিনের মতো যুক্তি উপস্থাপন করেছেন তার আইনজীবীরা। এদিন যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় আজ বুধবার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। এর আগে খালেদার উপস্থিততে যুক্তি উপস্থাপন শুরু করেন তার আইনজীবী আব্দুর রেজাক খান। গতকাল মঙ্গলবার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালত এ আদেশ দেন। গতকাল বেলা সাড়ে ১১টায় মামলায় চতুর্থ দিনের মতো যুক্তিতর্কের শুনানি শুরু করেন, শেষ হয় বিকাল পৌনে ৪টায়।
এই আইনজীবীর যুক্তি উপস্থাপন শেষ হলে খালেদার পক্ষে তার আরও তিন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের যুক্তি উপস্থাপন করার কথা রয়েছে।
এর আগে যুক্তিতর্ক শুনানির প্রথম দিন ২০ ডিসেম্বর মামলায় রাষ্ট্রপক্ষ দুদক আইনজীবী মোশাররফ হোসেন কাজল যুক্তি উপস্থাপন করেছিলেন। এ সপ্তাহে যুক্তিতর্কের শুনানির জন্য মঙ্গলবার থেকে টানা তিনদিন বৃহস্পতিবার পর্যন্ত দিন রেখেছেন বিচারক। চ্যরিটেবল ট্রাস্ট মামলায় আসামির পক্ষে কোনো সাফাই সাক্ষ্য দেয়া হবে কি না, বিচারক তা খালেদার কাছে জানতে চাইলে ওইদিন নেতিবাচক জবাব দেন বিএনপি চেয়ারপারসন। তখন সাফাই সাক্ষ্য না রাখার সিদ্ধান্তটি লিখিতভাবে দিতে তাকে নির্দেশ দেয় আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।