Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীর শিবপুরে জেলা ইজতেমা শুরু কাল

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সরকার আদম আলী, নরসিংদী থেকে : আগামীকাল বৃহস্পতিবার থেকে শিবপুরের সৈয়দনগরে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী দাওয়াতে তাবলীগের নরসিংদী জেলা ইজতেমা। ইজতেমাকে সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্যে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি ধানের মাঠে। ৫০ হাজার মানুষের ধারণ ক্ষমতাসম্পন্ন বিশাল প্যান্ডেল নির্মাণসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা তাবলীগ জামায়াতের মারকাজ কর্তৃপক্ষ। এই ইজতেমায় নরসিংদী জেলার সদর উপজেলা, মাধবদী, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব, রায়পুরা ও বি-বাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মুসল্লীরা অংশগ্রহণ করবে। প্যান্ডেলের ভিতর ৮ টি উপজেলা ও থানার মুসল্লাীদের জন্য ৭ টি খিত্তা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিদেশী মেহমানদের জন্য আলাদা জায়গা করা হয়েছে। পাশাপাশি তৈরী করা হয়েছে ব্যবস্থাপনা কমিটির পরামর্শ কক্ষ। প্যান্ডেলের ভিতর নির্ধারিত খিত্তায় বিভিন্ন উপজেলা ও থানার নাম সেটে দেয়া হয়েছে। প্যান্ডেলের চতুর্দিকের ৪ টি স্থানে প্রায় ১ শত গণ শৌচাগার তৈরী করা হয়েছে। পাশাপাশি নির্মাণ করা হয়েছে ওযুর স্থান। প্যান্ডেলের প্রবেশ পথে নির্মাণ করা হয়েছে চিকিৎসা কেন্দ্র। একইভাবে চতুর্দিকে একাধিক রান্নার স্থান রাখা হয়েছে। ব্যবস্থা করা হয়েছে বিশুদ্ধ পানি সরবরাহের গাড়ী পার্কিং’র জায়গা রাখা হয়েছে প্যান্ডেলের পাশে। ইতোমধ্যেই প্যান্ডেলসহ ইজতেমার সার্বিক ব্যবস্থাপনার কাজ শেষ হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লীগণ জমায়েত হতে শুরু করেছে। দূর দূরান্তের মুসল্লীরা আগে থেকেই নিজ নিজ খিত্তায় ঠাই নিতে শুরু করেছে। ইজতেমাকে ঘিরে শিবপুরের পুটিয়া ইউনিয়নের সর্বত্র এক ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশের সৃষ্টি হয়েছে। ইজতেমার প্যান্ডেলের আশেপাশেই স্থাপন করা হয়েছে বহু সংখ্যক খাদ্যের দোকান। ধর্মীয় বইয়ের দোকান, গরম কাপড়ের দোকান, তসবিহ, মেসওয়াক, টুপি,আতর ইত্যাদির দোকানও বসেছে বহু সংখ্যক। তাবলীগ জামায়াতের লোকজন জানিয়েছেন, ৫০ হাজার মুসল্লীর জন্য প্যান্ডেল নির্মাণ করা হলেও লোক সমাগম ঘটতে পারে লক্ষাধিক। গত বছর জেলা ইজতেমায় আগত মুসল্লীদের পরিসংখ্যান অনুযায়ী এই ধারণ করা হয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাইল নূরপুরী জানিয়েছেন, খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখা জেলা ইজতেমায় ফ্রি চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছে। এই চিকিৎসা কেন্দ্র থেকে মুসল্লীদের সাধারণ বা প্রাথমিক চিকিৎসা দেয়া হবে। ইজতেমা চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষার জন্য শিবপুর থানার ওসি সৈয়দুজ্জামানের সাথে যোগযোগ করা হলে তিনি জানান, ইজতেমার আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে আজ বুধবার সিদ্ধান্ত নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইজতেমা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ