Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে যৌতুক দাবিতে তিন গৃহবধূকে নির্যাতন

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে স্বামীসহ শশুর বাড়ির লোকজনের দাবিকৃত যৌতুকের টাকা না দেয়ায় দুই গৃহবধুর উপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ওই তিন গৃহবধুকে বাড়ি থেকে বিতারিত করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কলাতলি, মুশুরী ও বলাইখা এলাকায় ঘটে এ ঘটনা।
পিতলগঞ্জ এলাকার আমির হোসেন জানান, প্রায় আড়াই বছর আগে তার মেয়ে লাকি আক্তারের সঙ্গে কলাতলি এলাকার মৃত করিমের ছেলে সাবিকুলের বিয়ে দেন। মেয়ের সুখের চিন্তা করে ফ্রিজ, টেলিভিশনসহ আসবাবপত্র, দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ ৭০ হাজার টাকা দেন। বিয়ের পর লাকি আক্তারের ঘরে সায়েম নামে একজন পুত্র সন্তান হয়। বেশ কয়েক দিন ধরেই জামাই সাবিকুল মেয়ে লাকি আক্তারকে এক লাখ টাকা যৌতুক এনে দিতে শারিরিক ও মানসিক নির্যাতন করে আসছে। মঙ্গলবার দুপুরে ফের যৌতুকের টাকার জন্য চাপ প্রয়োগ করে লাকি আক্তারের উপর। কোন প্রকার যৌতুকের টাকা এনে দিতে পারবেননা বলে সাফ জানিয়ে দেন লাকি। এতে ক্ষিপ্ত হয়ে জামাই সাবিকুলসহ শশুর বাড়ির রুমা, আশরাফুল, রাজু, রহিম, হালিমসহ তাদের লোকজন লাকি আক্তারের উপর অমানুসিক নির্যাতন চালায়। বর্তমানে লাকি আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপর ঘটনায় মুশুরী এলাকার স্মৃতি রানি জানান, তিনি মুশুরী এলাকার মহাদেব চন্দ্র সরকারের মেয়ে। গত প্রায় দুই বছর আগে নারায়ণগঞ্জের খানপুর এলাকার অভনী দেবনাথের ছেলে পলাশ দেবনাথের সঙ্গে স্মৃতি রানির বিয়ে হয়। বিয়ের পর পিও দেবনাথ নামে একজন কন্যা সন্তান হয়। বেশ কয়েক দিন ধরেই স্বামী পলাশ দেবনাথ তার কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্মৃতি রানিকে শারিরিক নির্যাতন চালিয়ে আসছে। গত সোমবার সকালে ফের যৌতুকের টাকা দাবি করলে কোন প্রকার টাকা এনে দিতে পারবে বলে সাফ জানিয়ে দেয় স্মৃতি রানি। এতে স্বামীসহ শশুর অভনী দেবনাথ ও শাশুরী রাধা রানী দেবনাথ গৃহবধু স্মৃতি রানিকে বাড়ি থেকে বের করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর মঙ্গলবার দুপুরে বাপের বাড়িতে এসে মারধরসহ প্রাণ নাশের হুমকি-ধামকি দিয়ে যায়।
গৃহবধু শিল্পী খাতুন জানান, গত এক বছর আগে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ি সুইটুটা এলাকার সুরুজ মিয়ার ছেলে শামীম মিয়ার সঙ্গে শিল্পী খাতুনের বিয়ে হয়। বিয়েতে দের লাখ টাকা ও ৫০ হাজার টাকার আসবাবপত্র দেয়া হয়। বিয়ের পর থেকেই তারা স্বামী-স্ত্রী রূপগঞ্জ উপজেলার বলাইখা এলাকার লোকমান হোসেনের বাড়িতে বসবাস করে আসছেন। ইদানিং স্বামী শামীম মিয়া বাপের বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক এনে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছেন। যৌতুকের টাকা এনে দিতে পারবেনা বলে সাফ জানিয়ে দিলে শিল্পী খাতুনকে এলোপাথারি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে।
পৃথক ঘটনার ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, কলাতলিতে গৃহবধুর উপর নির্যাতনের ঘটনায় মামলা নেয়া হয়েছে। মুশুরী ও বলাইখা এলাকার ঘটনার ব্যপারে অভিযোগ পেয়েছি। পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ