বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়ায় কামরুল ইসলাম নামে এক যুবককে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার পেড়াবাড়িয়া বাজারে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদের উপস্থিতিতে তাৎক্ষনিক এই ছাত্রলীগ নেতাকে দল থেকে পদত্যাগ করানো হয়। পরে গতকাল মঙ্গলবার দুপুরে বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহবায়ক কমিটি গঠন করা হয়। জানা যায় ওই ছাত্রলীগ নেতার বাড়ি বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়ীয়া মহল্লায়। উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক ইউনুস আলীর ছেলে আলিফ মাহমুদ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। প্রত্যক্ষদর্শীরা জানান, আলিফকে বিভিন্ন সময় টাকার বিনিময়ে মাদক এনে দিতো লালপুর উপজেলার চকশোভ গ্রামের ওমর মন্ডলের ছেলে কামরুল ইসলাম। স¤প্রতি তাদের দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে কামরুল মাদক সরবরাহ বন্ধ করে দেয়। এরই জেরে গত সোমবার সন্ধ্যায় কামরুলকে নিজের অফিসে ডেকে আনে আলিফ। এ সময় পুনরায় সে মাদক সরবরাহ করার প্রস্তাব দিলে কামরুল তাতে অস্বীকৃতি জানায়। এসময় কথাকাটাকাটির এক পর্যায়ে কামরুলকে বিবস্ত্র করে পেটাতে থাকে ওই ছাত্রলীগ নেতা। কামরুল নিজেকে রক্ষা করতে বিবস্ত্র অবস্থায় চিৎকার করে ছুটে বাইরে বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে আশেপাশের লোকজন একটা গেঞ্জির হাতা কেটে পরিয়ে দিয়ে তার লজ্জা নিবারণ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক পেড়াবাড়ীয়া মহল্লার একজন দাবি করেন, চাঁদা-ফিটিংবাজী, মাদক ও সাধারণ মানুষের সাথে প্রতারণা করাসহ হেন কাজ নেই যা আলিফ করেনি। তবে স্থানীয় এমপি ও আওয়ামী লীগের নেতা তাকে উত্তম-মাধ্যম দেয়া ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি দেয়ায় এলাকাবাসীর ক্ষোভ কিছুটা হলেও কমেছে বলে মনে করেন তিনি। এ বিষয়ে ছাত্রলীগ নেতা আলিফ মাহমুদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি দাবী করেন, ‘সিগারেট কেনার ৫০০টাকা চুরি করায় কামরুলের সাথে সামান্য ভুলবোঝাবুঝি হয়েছিল। পরে বিষয়টা মিটমাট হয়েছে। বিবস্ত্র করার মতো ঘটনা ঘটেনি।’
ঘটনাটি স্থানীয়দের কাছে শুনে লালপুর বাগাতিপাড়া আসনের সাংসদ এ্যাড. আবুল কালাম ঘটনাস্থালে ছুটে আসেন। অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষনাৎ তিনি আলিফ মাহমুদকে পদত্যাগ করার নির্দেশ দেন। নাটোর জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান জেমস জানান, স্থানীয় সাংসদের নির্দেশে বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদত্যাগ করেছেন শুনেছি। আমরাও সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। এব্যাপাে র বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গণমাধ্যম কর্মীদের মাধ্যমে শুনে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু এখনও কোন অভিযোগ পাইনি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।