Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়া অগ্নি সন্ত্রাসী নেত্রী -নানক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গণতন্ত্র ও অর্থনীতি বিকশিত করতে নিরলস কাজ করছেন। খালেদা জিয়ার দলে গণতন্ত্র নেই, তাঁর মেধা মননে ধবংস ছাড়া কোন চিন্তা নেই। ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচন প্রতিহতের নামে শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে ও যানমালের ক্ষতি করে তিনি আজ অগ্নি সন্ত্রাসী নেত্রী।
আগারগাঁও-এ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ৪৭ তম মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।
বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্তে¡ এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, বোর্ডের মহাপরিচালক অশোক কুমার বিশ^াস, সচিব মো. নায়েব আলী মন্ডল ও বোর্ড সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।
নানক বলেন, বিগত চারদলীয় সরকারের শাসন আমলে সাধারণ শিক্ষাসহ কারিগরি শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল। এসময় তেমন কোন দক্ষ জনসম্পদ ছিল না। এ জন্য অদক্ষ জনগোষ্ঠী প্রবাসে স্বল্প বেতনে চাকুরী করতে বাধ্য হত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিটি জেলায় একটি করে পলিটেকনিক ইন্সটিটিউট ও উপজেলা পর্যায়ে ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট স্থাপন করছে। আজ বিশ^ বাজারে বাংলাদেশ থেকে কারিগরি শিক্ষায় দক্ষ জনগোষ্ঠী যোগ্যতার সাথে রেকর্ড পরিমাণ বেতন-ভাতা নিয়ে কাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ