বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিলে ফ্লাইওভারের রেলিং ভেঙে নিচে পড়ে দুমড়ে-মুচড়ে গেছে কালো রঙের প্রাইভেটকারটি। এতে আহত হয়েছেন চারজন। গত সোমবার রাত ১০টার দিকে রামপুরা মহানগর আবাসিক এলাকা সংলগ্ন হাতিরঝিলের ২ নং ওভারব্রিজের রেলিং ভেঙে এলিয়েন ব্র্যান্ডের একটি গাড়ি নিচে পড়ে যায়। দ্রæত গতির গাড়িটি ছিটকে নিচে পড়ে চালকসহ চারজন আহত হয়েছেন। প্রায় ২০ থেকে ২৫ ফুট নিচে ছিটকে পড়ে যায় প্রাইভেট কারটি। আহতরা হলেন- সাদমান, তার বন্ধু ফায়েক, বান্ধবী আনিতা এবং চালক ওসমান। এর মধ্যে সাদমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদের ভাতিজা বলে জানা গেছে। আহতদের মধ্যে সাদমানকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকিরা হাতিরঝিলের কাছে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনা কবলিত গাড়িটির পাশ থেকে একটি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্যে এ দুর্ঘটনা ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ ও র্যাব কর্মকর্তারা বলেন, আমরা ধারণা করছি গাড়িটির চালক ও অন্যান্য যাত্রীরা মদ্যপ অবস্থায় ছিলেন। আর এ জন্য দুর্ঘটনাটি ঘটতে পারে। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।