বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : হাবের ১৪তম বার্ষিক সাধারণ সভা আজ বুধবার সকাল ১১টায় ইস্কাটন রোডস্থ পুলিশ কনভেনশন হল রুমে অনুষ্ঠিত হবে। হাবের সভাপতি আলহাজ আব্দুস সোবহান ভূঁইয়া’র সভাপতিত্বে ও হাবের মহাসচিব মো: শাহাদাত হোসাইন তসলিমের সঞ্চালনায় এতে হাবের হাবের বর্তমান ও সাবেক শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। গতকাল নয়া পল্টনস্থ হাবের কার্যালয়ে ইসি কমিটি’র সভায় হাবের সদস্যদের উন্নয়ন ও কল্যাণকর যে কোনো কাজে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। হাব নেতৃবৃন্দের প্রতিশ্রæতি অনুযায়ী গতকাল সকাল থেকে হজযাত্রীদের ট্রলি ব্যাগের টাকা হজ এজেন্সিগুলোর মাঝে ফেরত দেয়া শুরু হয়েছে। হাবের কোষাধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজকের সাধারণ সভায় হাব পল্লী’র নামে জমি ক্রয়ের অনিয়মের ব্যাপারে গঠিত কমিটি তাদের প্রতিবেদন পেশ করবেন। এ ব্যাপারে সচেতন হাব সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।