বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল ব্যুরো : পুলিশ প্রহরায় বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বোমা বানাতে গিয়ে হাতের কব্জি উড়ে যাওয়া বোমারু শফিকুল ইসলাম ওরফে আশিক সিকদারের। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুমন কুমার দেব সাংবাদিকদের জানান, গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজাদ সরদারের বাড়ির পাশে বসে বোমা তৈরি করছিলো শফিকুল। ওই সময় বিস্ফোরণে তার বাম হাতের কব্জি উড়ে যায়।
প্রথমে পরিচয় গোপন করে আশিক নাম বলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে আহত হওয়ার কথা রটিয়ে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে শফিকুল ইসলামকে আটক করে। কালকিনি থানা পুলিশের কাছে সোর্পদ করে। ওইদিন রাতেই পুলিশ প্রহরায় গুরুতর আহত শফিকুলকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বোমা তৈরির সরঞ্জাম ও আলামত উদ্ধার করেছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কালকিনি থানায় বিস্ফোরক আইনে সোমবার রাতে শফিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। শফিকের সাথে অন্য কেউ ছিল কিনা তা এখনো জানতে পারেনি পুলশ। ঘটনার তদন্ত চলছে। শফিক সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি সম্পর্কে আরো পরিস্কার ধারনা পাওয়া যেতে পারে বলে পুলিশের দায়িত্বশীল মহল আশা করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।