Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার : দম্পতিসহ গ্রেফতার ৩

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, বগুড়া ব্যুরো : বগুড়ার গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের এক বিরাট চালান সহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো বগুড়া সদরের শশীবদনী পূর্ব পাড়ার আব্দুস সাত্তার আকন্দের ছেলে মোঃ শহিদুল ইসলাম (২৭), তার ছোট ভাই কামরুল হাসান (১৯) ও শহিদুলের স্ত্রী মোছাঃ মুক্তা বেগম ওরফে খুকি (২২)।
বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোঃ আসাদুজ্জামান গতকাল দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ বলেন, বগুড়া জেলায় এক সাথে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনা এটাই প্রথম। তিনি আরো জানান, চলতি মাসেই সর্বমোট ৩০ হাজার ৪শ’ ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বগুড়ার গোয়েন্দা পুলিশ। তিনি জানান, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নিয়ে বগুড়া পুলিশ মাদক বিরোধী কঠোর অভিযান চালিয়ে যাচেছ। তারই ধারাবাহিকতায় বগুড়ার কাহালু থানার মহেশপুর থেকে ইয়াবা ব্যবসায়ী শহিদুল সহ ৩ জনকে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদুল স্ত্রী সন্তান এবং আতœীয়দের নিয়ে কক্সবাজারে বেড়ানোর নাম করে ফেরার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ট্যাবলেট এনে বগুড়া সহ উত্তরাঞ্চলের বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো।
গ্রেফতারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে এবং ঘন ঘন স্থান বদলের কৌশল করে ব্যবসা করে আসছে। সে একটি একটি এনজিও পরিচালনার সাথেও জড়িত বিধায় ওই এনজিও’র সাইনবোর্ডকেও সে মাদক ব্যবসা পরিচালনার ঢাল হিসেবে ব্যবহার করতো বলেও জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ