Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাউন্সিল সফলের লক্ষ্যে ইসলামী ঐক্যজোট প্রস্তুতি সভা

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : জাতীয় কাউন্সিল সফলের লক্ষ্যে ইসলামী ঐক্যজোট সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার দুপুরে সুরমা টাওয়ারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইসলামী ঐক্যজোট সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা নওফল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রফিক বিন সিকান্দরের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব এডভোকেট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল হক জালাবাদাী, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সহ সভাপতি মাওলানা নূরুল হক, মাওলানা মোজাম্মিল হক, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফখরুল আলম সিরাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা সভাপতি মাওলানা আব্দুল করিম হক্কানী, সাধারণ সম্পাদক মাওলানা জুবের আনছারী, গোলাপগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক ইলিয়াছ বিন রিয়াছত, যুগ্ম আহবায়ক মাওলানা আব্দুল মতিন, মাওলানা মজির উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, জাহির উদ্দিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব এডভোকেট বলেন, দেশবাসীর আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটানোর জন্য ৫ জানুয়ারী ভোটর বিহীন ঘটিত সংসদ বাতিল করে নিরপেক্ষ প্রভাবমুক্ত গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা সহ দেশের সকল গণতান্ত্রিক ও ইসলামিক দল সমুহের নেতা-কর্মীগণের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। সভায় জাতীয় কাউন্সিল সফলের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ