Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদের ভোটার করায় নির্বাচন বন্ধ করে দিলেন ইউএনও

যুবলীগ নেতার অভিযোগে

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সরকার আদম আলী, নরসিংদী থেকে : অবশেষে ইউনিয়ন যুবলীগের একজন নেতার অগ্রহণযোগ্য আবেদনে ভোট গ্রহণের মাত্র একদিন পূর্বে বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করে দিয়েছেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সেলিম রেজা। নির্বাচনের তফসিল ঘোষণাকারী ও প্রিজাইডিং অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীমা আক্তার বানুর একটি একপেশে রিপোর্টকে ভিত্তি করে ইউএনও সেলিম রেজা শত শত ছাত্র শিক্ষক অভিভাবক ও এলাকাবাসী গণতান্ত্রিক অধিকার খর্ব করে দিয়েছেন। এই অভিযোগ করেছে নির্বাচনে অংশগ্রহণকারী কয়েকজন প্রার্থী। জানা গেছে, পূর্বেকার ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হবার পূর্বেই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সবুর স্কুলের ক্লাসে ক্লাসে নোটিশ দিয়ে ভোটার খসড়া তালিকা প্রণয়ন করেন। এরপর আপত্তির জন্য এই খসড়া তালিকা তিনি স্কুলের নোটিশ বোর্ডে টানিয়ে দেন। আপত্তির মেয়াদ শেষ হবার পর প্রধান শিক্ষক আবদুস সবুর চ‚ড়ান্ত তালিকা প্রস্তুত করে তা ম্যানেজিং কমিটিতে পেশ করেন। ম্যানেজিং কমিটি চ‚ড়ান্ত তালিকা যাচাই বাছাই করে অনুমোদন দেন। এর পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদ্বয়ের কেউ বা কোন অভিভাবক/ভোটার কেউ তালিকার ব্যাপারে কোন আপত্তি গ্রহণ করেননি। নির্বাচনী তফসিল অনুযায়ী অভিযোগকারী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোবারক হোসেনসহ ১৫ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাই পর্যন্ত মোবারক হোসেনসহ ১৫ জন প্রার্থী বহাল থাকেন। যাচাই বাছাই’র দিন ৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন। তখনও যুবলীগ নেতা মোবারক হোসেন কোন প্রকার আপত্তি দাখিল করেননি। নির্বাচনী প্রচার প্রচারণার শেষ পর্যায়ে মোবারক হোসেন এই মর্মে অভিযোগ করেন যে, অনুপস্থিত ছাত্রদের অভিভাবকদেরকে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। এই দরখাস্ত পেয়ে ইউএনও সেলিম রেজা বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীমা আক্তার বানুকে তদন্ত করে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন। শামীমা আক্তার বানু তদন্তের নামে দাখিলকৃত তার রিপোর্টে সেলিনা আক্তার, আবু মূসা, তুষার আহাম্মেদ শিশির, সবুজ মিয়া ও সাফিয়া আক্তার নামে ৫ জন অনুপস্থিত ছাত্রের অভিভাবকদেরকে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। এসব ছাত্রদের অনুপস্থিত থাকার যুক্তি সংগত কারণ সহ ভোটার তালিকা সংশোধন করা যেতে পারে। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে ইউএনও সেলিম রেজা ভোটার তালিকা ত্রæটিযুক্ত উল্লেখ করে নির্বাচন বন্ধ করে দেন। সংশ্লিষ্ট প্রার্থীরা জানিয়েছেন, নির্বাচনে ভরাডুবি হবে টের পেয়ে যুবলীগ নেতা একজন প্রভাবশালী রাজনীতিকের রাজনৈতিক ক্ষমতার দোহাই দিয়ে নির্বাচন বন্ধ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ