Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদককে কুপিয়ে জখম

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মিল্টন বৈদ্যসহ দুই নেতাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি গত সোমবার রাত ৯টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে ঘটে। রাতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিৎিসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে পারিবারিক কাজে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়ানগর গ্রাম থেকে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদককে নিয়ে ফিরেছিলেন কেন্দ্রীয় নেতা মিল্টন বৈদ্য। এসময় ওৎপেতে থাকা দুর্বৃত্তরা হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় আহতদের চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়।এতে আমগ্রাম ইউনিয়ন শাখা যুবদলের সভাপতি আতিয়ার সরর্দাও গুরতর আহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ