Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবী মুহাম্মদ (সা:)’র আদর্শ নিয়ে কাজ করতে হবে আনসার ভিডিপিকে -একেএম মিজানুর রহমান

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার: আনসার ও গ্রাাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) একেএম মিজানুর রহমান বলেছেন, আনসাররা মহানবী (সা:)’র সাহাবা। পবিত্র মদিনায় রাসূল (সা:)’র সহযোগিরাই ছিলেন আনসার। তারা নবী বিশ^নবী (সা:) তথা ইসলামের জন্য জানমালসহ সর্বস্ব ত্যাগ করে দিয়েছিলেন। আনসাররা মোহাজেরদের জন্য স্বেচ্ছায় নিরাপত্তা দায়িত্ব পালন করেছেন। তারা বদর ও উহুদের যুদ্ধে মুহাম্মদ (সা:) এর সাথে যুদ্ধ করেছেন। আনসাররা কোন শিরিক করেনি, মিথ্যা বলেনি, গীবত করেনি, অন্যের ক্ষতিও করেনি। মহানবী (সা:)’র সেবার আদর্শকে সামনে রেখে আমাদের আনসার ভিডিপিকে সামনে এগিয়ে যেতে হবে। তিনি গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় নতুন শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী আয়োজিত জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত আনসার সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নরসিংদী জেলা কমান্ড্যান্ট শাহ্ আহমদ ফজলে রাব্বী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) আমেনা বেগম। বক্তব্য রাখেন, নরসিংদী কৃষি বিভাগের উপ-পরিচালক লতাফত হোসেন, নরসিংদী পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবদুর রাজ্জাক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ