Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

স্কুলছাত্রী লাঞ্ছিতের ঘটনায় গ্রেফতার ১

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাগমারা (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের চত্বরে এক স্কুলছাত্রীকে লাঞ্ছিতের ঘটনায় বখাটে আসিফকে অবশেষে গ্রেফতার করেছে বাগমারা থানার পুলিশ। বখাটে আসিফ ভবানীগঞ্জ পৌরসভার হেদায়েতীপাড়া মহল্লার তরকারি ব্যবসায়ী জালালের পুত্র এবং ভবানীগঞ্জ কলেজের ছাত্র। বাগমারা থানা পুলিশ হেদায়েতীপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ইভটিজিং আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বাগমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) নাছিম আহম্মেদ।
প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর সকালে উপজেলার মাড়িয়া ইউনিয়নের ওই স্কুলছাত্রী তার বড়বোনকে সঙ্গে নিয়ে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের শিক্ষিকা পদে চাকরির আবেদনপত্র জমা দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে আসেন। এসময় ওই ছাত্রীকে উপজেলা পরিষদের চত্বরে অবস্থিত শিশুপার্কে রেখে তার বড়বোন সনদের ফটোকপি সত্যায়িত করার জন্য এক কর্মকর্তার দপ্তরে যান। ওই সময় ছাত্রী শিশুপার্কে বসে আবেদনপত্রের অন্যান্য কাগজপত্র যাচাই করছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ