Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএমসিসিআই সভাপতি মোয়াজ্জেম হোসেন

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : এসএমএইচ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসেন ২০১৮-১৯ মেয়াদের জন্য বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া খান অ্যান্ড ডিন ট্রেডার্সের স্বত্বাধিকারী সাব্বির আহমেদ বিএমসিসিআইর অবৈতনিক মহাসচিব নির্বাচিত হয়েছেন। গত শনিবার প্রতিষ্ঠানটির ১৬তম বার্ষিক সভায় তারা নির্বাচিত হন। বিএমসিসিআইর কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এদিকে বিএমসিসিআইর নতুন সহ-সভাপতি হয়েছেন আয়ুর্বেদিয়া ফার্মেসি (ঢাকা) লিমিটেডের চেয়ারম্যান রাকিব মোহাম্মদ ফকরুল এবং মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের সিইও সৈয়দ সাদাত আলমাস কবীর। এছাড়া জেসি শিপিং এজেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএ বকর এবং বিবিএস ক্যাবলের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদরুল হাসান যথাক্রমে অবৈতনিক যুগ্ম মহাসচিব এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ