বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের কর্ণফুলীর ইউএনওকে ওএসডির আদেশ বাতিল
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের নবগঠিত কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজেন ব্যানার্জীকে ওএসডি করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নেওয়া সেই আদেশ বাতিল করা হয়েছে। এর ফলে স্বপদে বহাল থাকছেন এই কর্মকর্তা। গতকাল (মঙ্গলবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর আগে মহান বিজয় দিবসের মঞ্চে হামলার অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী দীপু চাকমা বাদি হয়ে একটি মামলা করেন। মামলা দায়েরের পর রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইউএনওকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে ওএসডি করা হয়। এ ঘটনার দুইদিন পর সে আদেশটি বাতিল করা হলো। জানা গেছে, বিজয় দিবসের একটি সরকারি অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা চালিয়ে অনুষ্ঠান পন্ড করার মতো অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করে এভাবে ইউএনওর নাজেহাল হওয়ার ঘটনায় প্রশাসনে তোলপাড় হয়। ইউএন বিজেন ব্যানার্জীকে ওএসডি করার বিষয়টি মানতে পারেনি প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এ কারণেই আদেশটি বাতিল করা হয় বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।