Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মায়ের জন্য ‘ক্যাস মি আউসাইড’ গার্লের বড়দিনের উপহার

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

যে মেয়েটি ন্যাশনাল টেলিভিশনে একদিন তার মাকে দারুণ বিব্রতকর অবস্থায় ফেলেছিল সেই ড্যানিয়েল ব্রিগোলি মাকে বড়দিনে বিরাট এক উপহার দিয়ে বিস্মিত করল। ড্যানিয়েল ইন্টারনেট সেনসেশন ‘ক্যাস মি আউসাইড’ গার্ল নামে বিশেষভাবে পরিচিত। ইন্টারনেট আর টিভিতে তার আক্রমণাত্মক অভিব্যক্তির পর ব্রিগোলি র‌্যাপ গায়িকা হিসেবে মাঝারি সাফল্য লাভ করেন। মঞ্চে তার নাম ‘ব্যাড বেবি’ যার বানান ‘ইযধফ ইযধনরব’।
টিএমযি জানিয়েছে বড়দিনে সে মা বারবারা অ্যান ব্রিগোলিকে তার স্বভাবসুলভ অশালীন এক সম্বোধনের পর মায়ের হাতে ৬৫ হাজার ডলারের একটি চেক তুলে দেয় যাতে তিনি তার ঋণের অর্থ পরিশোধ করতে পারেন।
চেক হস্তান্তরের মুহূর্তটি সে ভিডিওতে ধারণ করে এবং বলে, “এই নাও”। মা আবেগে আপ্লুত হয়ে বলেন, “তুমি কি দুষ্টামি করছ?”
ড্যানিয়েলের খ্যাতি বা কুখ্যাতির সূচনা ২০১৬’র সেপ্টেম্বরে ‘ড. ফিল’ টিভি অনুষ্ঠানে তার বিদ্রোহী আচরণের মাধ্যমে।
মা বারবারা ফিল ম্যাকগ্র উপস্থিত উপস্থাপিত অনুষ্ঠানে তার বখে যাওয়া ত্রয়োদশী কন্যা ড্যানিয়েলকে নিয়ে আসেন। মা কন্যার বেয়াড়া আচরণের বর্ণনা দেবার এক পর্যায়ে ড্যানিয়েল উপস্থিত সব নারী দর্শকদের হুমকি দেয় : “ক্যাস মি আউসাইড হাউ বাউট ড্যাট?” (ক্যাচ মি আউটসাইড হাউ অ্যাবাউট দ্যাট?- বাইরে এসে আমার মোকাবেলা করলে কেমন হয়?)।
রেকর্ডিং আর্টিস্ট হিসেবে তার অভিষেক অ্যালবাম গত আগস্টে মুক্তি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ