Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৭ এর ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নানা কর্মসূচির মধ্য দিয়ে গত ১৮ ডিসেম্বর সারা দেশব্যাপী পালিত হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৭। প্রতি বছরের মত এবারও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা আগামী ২৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১১.০৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে। গত বছর এটিএন বাংলায় এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান প্রচারের জন্য অনুষ্ঠানের পরিচালক হিসেবে হাসান আহমেদ চৌধুরী কিরণ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক কর্তৃক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬ লাভ করেন। টেলিভিশন অনুষ্ঠান ক্যাটাগরিতে ১ম পুরস্কার হিসেবে তাকে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস (বোয়েসেল)-এর সার্বিক তত্ত¡াবধানে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রাইম ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি। অনুষ্ঠানে অভিবাসনের বহুমাত্রিক দিক নিয়ে তুলে ধরেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার। চাকুরী নিয়ে বিদেশ যেতে কর্মীদের অভিবাসন ব্যয়, বেতন, কর্ম-পরিবেশ কাজের ধরণ ইত্যাদি নিয়ে বিভিন্ন ধরণের সচেতনতামূলক বক্তব্য প্রদান করতে দেখা যাবে প্রবাসী কল্যাণ সচিবকে। এছাড়া উক্ত ছায়া সংসদ অনুষ্ঠানে নিরাপদ স্বচ্ছ ও জবাবদিহিমূলক অভিবাসন নিশ্চিত করার লক্ষে সচেতনতার পাশাপাশি আইন বাস্তবায়নের বিভিন্ন দিক উপস্থাপন করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রাইম ইউনিভার্সিটির বক্তরা হচ্ছে নিশাত আরা করিম, ফেরদৌসি আক্তার, জোবদাতুল ইসলাম জাবেদ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি -এর বক্তরা হচ্ছে তাঞ্জিলা আহমেদ, শ্রীমতী কির্তনিয়া, সামিমা নাসরিন শান্তুা। প্রতিযোগিতায় বিচারক হচ্ছেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের মহাসচিব মোস্তাফিজুর রহমান খান, দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার আরাফাত আরা এবং ইন্ডিপেনন্ডেট টেলিভিশন বিশেষ প্রতিনিধি অনিমেষ কর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ