Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

আজ বিশিষ্ট সঙ্গীতশিল্পী শাহীন সামাদের জন্মদিন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আজ দেশের বরেণ্য নজরুল সঙ্গীতশিল্পী ও স্বাধীনতা সংগ্রামের কন্ঠযোদ্ধা শাহীন সামাদের জন্মদিন। তবে জন্মদিন উপলক্ষে পরিবারের বাইরে বিশেষ কোন আয়োজন নেই বলে জানিয়েছেন তিনি। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এই সঙ্গীতশিল্পীর জন্ম কুষ্টিয়ায়। তার বাবা মোঃ শামসুল হুদা এবং মা শামসুন্নাহার রহিমা খাতুন। শাহীন সামাদ বলেন,‘ জন্মদিন আসলে খুব ভালো লাগে। তবে বয়স নিয়ে আমি কখনোই ভাবিনা। বয়স বয়সের গতিতে চলে, আমি আমার গতিতে এগিয়ে যাই। তাই জন্মদিন এলেও আমি বয়স নিয়ে চিন্তিত নই। প্রিয় মানুষদের শুভেচ্ছা ও ভালোবাসার কেটে যায় সারাদিন।’ শাহীন সামাদ জানান, আজ সকালে আরটিভি’র ‘তারকালাপ’ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বাকীটা সময় স্বামী হাবিবুস সামাদ, বোন শেলী, কন্যা উজমা সামাদ’কে সঙ্গে নিয়েই ঘরোয়া আয়োজনের মধ্যদিয়ে জন্মদিনের বিশেষ সময় কাটবে। শাহীন সামাদ সঙ্গীত জীবনে দীর্ঘদিনের পথচলায় একটি চলচ্চিত্রেই প্লে-ব্যাক করেছেন। খান আতাউর রহমানের কথা ও সুর সঙ্গীতে ‘নবাব সিরাজউদ্দৌলা’ চলচ্চিত্রের টাইটেল সং-এ কন্ঠ দিয়েছেন তিনি। একই গানে আরো কন্ঠ দিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ ও সাবিনা ইয়াসমিন। বাজারে শাহীন সামাদের দশটি নজরুল সঙ্গীতের অ্যালবাম রয়েছে। ওস্তাদ রামগোপালের কাছে তিনি প্রথম উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন। এরপর তিনি ওস্তাদ ফজলুল হক মিয়া, ওস্তাদ ফুল মোহাম্মদ, সুধীন দাশ এবংং সানজিদা খাতুনের কাছে তালিম নেন। ২০১৬ সালে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত হন। ২০০৯ সালে নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এবং ২০১৪ সালে নজরুল ইন্সটিটিউট থেকে সম্মাননা লাভ করেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠঅন থেকে আরো ৮৩টি সম্মাননায় ভূষিত হয়েছেন শাহীন সামাদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ