প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০ বছর পূর্তিতে চলচ্চিত্রাঙ্গনের ২০ জন বিশেষ গুণী ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করেছে। গতকাল এফডিসির ৮ নং ফ্লোরে বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশের চলচ্চিত্রের গুণী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। পুরষ্কারপ্রাপ্তরা হলেন বিশেষ মরণোত্তর পুরস্কার নায়করাজ রাজ্জাক, ঐতিহ্যবাহী সিনেমা হল লায়ন, সিনিয়র চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান, সাহিত্যভিত্তিক চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন, সর্বাধিক চলচ্চিত্র গীত রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার, সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক আলাউদ্দিন আলী. সর্বাধিক জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান. আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন নায়িকা ববিতা, সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক আলমগীর, আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন গায়িকা রুনা লায়লা, জনপ্রিয় কন্ঠশিল্পী মোঃ খুরশীদ আলম, সর্বাধিক চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক, প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক আকবর হোসেন পাঠান ফারুক, প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রযোজক মাসুদ পারভেজ, বিশিষ্ট চলচ্চিত্র নায়ক আশরাফ উদ্দিন আহম্মেদ উজ্জল, বাংলা চলচ্চিত্রের মারপিট দৃশ্যের প্রর্বতক জ্যাম্বস গ্রæপ, সর্বাধিক চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র গ্রাহক মাহফুজুর রহমান খান, প্রথম স্যাটালাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা, সর্বাধিক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লিঃ এবং উইজার্ড মিডিয়া ডিরেক্টরি। এছাড়া বিশেষ পুরষ্কার পান নায়ক শাকিব খান, অপু বিশ্বাস ও ডি এ তায়েব। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০ বছর পূর্তিতে এ পর্যন্ত ৭ জন প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন তাদেরকেও দেয়া হয়েছে বিশেষ সম্মাননা। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশিত হবে। অনুষ্ঠান উপলক্ষে চলচ্চিত্র সাংবাদিক আবদুল্লাহ জেয়াদ সম্পাদিত একটি রঙিন স্যুভেনির প্রকাশ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।