রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করিÑ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে কুমিল্লা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মাহবুবুল করিম বলেছেন, বর্তমান সরকারের হাত ধরে সময়ের বির্বতনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকায় পরিবার পরিকল্পনা সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। আর তা ধরে রাখার জন্য পরিবার কল্যাণ সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা অঙ্গিকারবদ্ধ। কুমিল্লায় পরিবার কল্যাণ বিভাগের সাথে স্বাস্থ্য বিভাগ, এনজিও, কমিউনিটি ক্লিনিকের সমন্বিত কার্যক্রম সেবা সপ্তাহকে আরো ত্বরান্বিত করবে। একই সাথে মিডিয়ার ভ‚মিকা সেবা ও প্রচার সপ্তাহের সার্বিক কার্যক্রমে সাফল্য এনে দেবে।
গতকাল মঙ্গলবার কুমিল্লা নগরীর বাদুরতলায় রাজদেবী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে (শিশুমঙ্গল) আয়োজিত অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিংয়ে উপ-পরিচালক এসব কথা বলেন। তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সারাদেশের ন্যায় কুমিল্লাতেও পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন হবে। আর এই সময়টিতে কুমিল্লার প্রতিটি উপজেলার ওয়ার্ড, ইউনিয়নের সকল সেবাদান কেন্দ্রে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার কল্যাণ সেবা, মাতৃ মৃত্যুরোধ, শিশু মৃত্যুরোধ, কিশোর-কিশোরীর সুস্বাস্থ্য, গর্ভকালীন সেবা ও প্রসব সেবাসহ চিকিৎসা ও পরামর্শ দেয়া হবে। এই সেবা সপ্তাহের মধ্যদিয়ে পরিবার পরিকল্পনা সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে সকলকে সচেতন করে তোলার লক্ষ্যে পরিবার পরিকল্পনা কুমিল্লা বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য সেক্টরগুলো বদ্ধপরিকর। প্রেসব্রিফিং ও অ্যাডভোকেসি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন, রাজদেবী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. শাহনাজ আরেফিন, ডা. সাবিনা পারভীন, এনজেন্ডা হেলথ এনজিওর জেলা সমন্বয়কারি আবদুল কাইয়ুম, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার কাজী ইকরাম হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।