Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

দিলালপুর আবদুল করিম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাজিতপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : উপজেলার দিলালপুর ইউনিয়নে অবস্থিত আব্দুল করিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বসেছিল কৃতী ও মেধাবীদের মিলনমেলা। ব্রিটিশ আমলে শিক্ষামন্ত্রী খান বাহাদুর আবদুল করিমের নামে মরহুম সৈয়দ সিরাজুল হুদা ৫০ বছর আগে প্রতিষ্ঠা করেন বিদ্যালয়টি। গত ২৫ ডিসেম্বর ৫০ বছর পূর্তি হয়। এ উপলক্ষে আলহাজ আবুল কাশেম হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫-এর সংসদ সদস্য আলহাজ মো. আফজাল হোসেন, বিশেষ অতিথি অধ্যাপক নিলুফার নাহার রসায়ন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক সচিব আবদুল ওয়াহাব, মো. জাকির হোসেন যুগ্ম সচিব কৃষি মন্ত্রণালয়, হাসান ইমাম দুলাল (অব.) জেলা জজ, বীর মুক্তিযোদ্ধা আবু আহাম্মেদ মন্নাফি, ছারওয়ার আলম চেয়ারম্যান বাজিতপুর উপজেলা পরিষদ, আনোয়ার হোসেন আশরাফ মেয়র বাজিতপুর পৌরসভা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল মনসুর বাদল, বীর মুক্তিযোদ্ধা হামিদ উদ্দিন আহম্মেদ সেলিম, নাজিমুল হক সহকারী অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয়, মোনালিসা বেগম সহকারী পুলিশ কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন, মেজবাহ উদ্দিন খান সাফি সভাপতি দিলালপুর আবদুল করিম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি, মো. গোলাম কিবরিয়া চেয়ারম্যান দিলালপুর ইউনিয়ন পরিষদসহ সহস্রাধিক সাবেক ও বর্তমান ছাত্রছাত্রী। আলোচনা শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান হয়। সর্বশেষ আতশবাজির মধ্য দিয়ে ৫০ বছর পূর্তি অনুষ্ঠান শেষ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ