রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি নাগরিক আটক হয়েছে। সোমবার রাতে উপজেলার রামৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে আটক করা হয়। স্থানীয়রা জানায়, রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের খালেক হালসানার ছেলে সেল্টু (২৫) ও পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলার ছাতিয়ান বামুন্দী গ্রামের আবেদ মাস্টার ছেলে আওলাদ (২৮) প্রায় এক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কেরালা রাজ্যে দিনমজুরিতে কাজে যোগ দেয়। সোমবার রাতে তারা ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার বাউসমারী সীমান্তের ১৫৭/১ (এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশের মোহাম্মদপুর সীমান্তে প্রবেশকালে বাউসমারী বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে বিএসএফ গতকাল মঙ্গলবার তাদের হোগলবাড়িয়া থানা পুলিশে সোপর্দ করলে পুলিশ আটক দুই বাংলাদেশিকে জেলহাজতে প্রেরণ করে। বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটকের বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার আশরাফ জানান, সেল্টুর বাবা খালেক হালসানা বিএসএফের হাতে তার ছেলেসহ দু’জন আটকের বিষয়ে জানালে এনিয়ে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়। ভারত ভ‚খÐে আটক দুই বাংলাদেশিকে পুলিশের মাধ্যমে তাদের জেলহাজতের প্রেরণের কথা জানায় বিএসএফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।