Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনী পথসভায় বোমা মোটরসাইকেলে আগুন

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শ্যামনগর (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : উপজেলার ১২ নং গাবুরা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নির্বাচনী পথসভা থেকে ফেরার পথে গাড়িবহরে বোমা হামলা, মোটরসাইকেলে আগুন। গত সোমবার রাত ৮টার দিকে নির্বাচনী পথসভা শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস, এম, আতাউল হক দোলন ও নৌকা প্রতীকের প্রার্থী এস এম রবিউল ইসলামের গাংড়ামারী এলাকায় নির্বাচনী পথসভা শেষে ফিরে আসার সময় বহুল আলোচিত আবদুুল মজিদের চিংড়ি ঘেরের পাশে পৌঁছালে অতর্কিতভাবে হামলা চালায়। স্থানীয়ভাবে জানা যায়, গাবুরা ইউনিয়নের নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত এমন ভেবে গাবুরা ইউনিয়নের দুই পরিবার গাইনবাড়ি ও গাজীবাড়ির ক্ষমতা নষ্ট হবে তৃতীয় ব্যক্তি চেয়ারম্যান হবে এমনটি মেনে নিতে না পেরে এ ঘটনা ঘটিয়েছে বলে মনে করছে। এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী রবিউলের সাথে কথা হলে বলেন, ধানের শীষ প্রার্থীর জি এম মাসুদুল আলমের লোকজন আমাদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী জানান, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে নিজে যাচ্ছি তদন্তপূর্বক জানানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ