Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গঠিত হচ্ছে ঐক্যবদ্ধ প্রেসক্লাব, বইছে ভোটের হাওয়া

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ল²ীপুরের সাংবাদিকদের সকল বৈরিতার অবসান হচ্ছে
ল²ীপুর সংবাদদাতা : ল²ীপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যকার সকল বৈরিতার অবসান হতে চলছে। শনিবার রাতে ল²ীপুর জেলা পরিষদের হলরুমে ল²ীপুরে কর্মরত সকল সাংবাদিক ও প্রেসক্লাবের সকল গ্রæপের উপস্থিতিতে প্রেসক্লাবের সদস্যদের চ‚ড়ান্ত তালিকা তৈরীর লক্ষ্যে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি দৈনিক নতুন চাঁদ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা হোসাইন আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক এম এ মালেক, সাবেক সভাপতি আ,হ,ম মোস্তাকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজ জেলা প্রতিনিধি মোঃ কাউছার, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাবেক সহ-সভাপতি অধ্যাপক গাজী গিয়াস, প্রবীণ সাংবাদিক অধ্যাপক আজিজুল হক, প্রেসক্লাবের সহ-সভাপতি এম জে আলম, সাংবাদিক মো. জহির উদ্দিন, মহি উদ্দিন ভূঁইয়া মুরাদ, তৌহিদুর রহমান রেজা, মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম স্বপন, সাইদুল ইসলাম পাবেল, জান্নাতুল ফেরদাউস নয়ন, সাঈদ হোসেন নিক্সন, এম এ মালেক, দৈনিক ল²ীপুর কন্ঠের সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, দৈনিক উপক‚ল প্রতিদিন সম্পাদক জহিরুল ইসলাম, দৈনিক মেঘনার পাড় নির্বাহী সম্পাদক সাজ্জাদুর রহমান, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মোঃ কামাল হোসেন, সাংবাদিক আক্তার আলম, হাবিবুর রহমান সবুজ, ইসমাইল হোসেন জবু, আনোয়ার রহমান বাবুলসহ অনেকেই। সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত চলা প্রেসক্লাবের এই সাধারণ সভায় প্রেস ক্লাবের সাধারণ সদস্যরা তাদের মতামত তুলে ধরার পাশাপাশি যে কোন মুল্যে সকল ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠনের জোর দাবী জানান। একই সাথে কোন প্রকার সিলেকশান বা প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে কমিটি গঠন না করে গোপন ব্যালটের মাধ্যমে প্রেসক্লাবের কার্যকরি কমিটি গঠন করার জন্য জোর দাবী জানান। পরে সর্বসম্মতি ক্রমে উক্ত সভায় ৪টি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবগুলো হলো গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে চ‚ড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নির্বাচন কমিশন গঠন, আগামী ১৫ জানুয়ারীর মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। সভাপতির বক্তব্যে হোসাইন আহমদ হেলাল প্রেসক্লাব এর কার্যক্রম না থাকায় এ জেলার সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের অসুবিধাগুলো তুলে ধরেন। পাশাপাশি এ জেলার মানুষের দূর্ভোগ এবং উন্নয়নের বরাদ্ধ কি পরিমানে লুটপাট হচ্ছে তারও একটি চিত্র বর্ণনা করেন। এসময় তিনি সাংবাদিকদের পেশাগত ও জেলাবাসীর স্বার্থে ল²ীপুরের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। দীর্ঘদিন পর প্রেস ক্লাবের কমিটি নিয়ে অচলাবস্থা ও মামলা সহ বিরোধ এর অবসান হতে চলায় ল²ীপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। পাশাপশি শনিবার দিবাগত রাত থেকেই শুরু হয়েছে ভোটের হাওয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ