Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীতি পরিবর্তন না করলে ট্রাম্পের গজব অনিবার্য

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দলীয় সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ না করলে ভোট বিপর্যয় ঘটবে -মাওলানা মাহফুজুল হক
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। দলীয় সিন্ডিকেট ও মধ্যসত্ত¡ভোগীদের নিয়ন্ত্রণ না করায় কৃষক ও ভোক্তদের মাঝে দ্রর্বমূল্যের আকাশ পাতাল ব্যবধান। আর এ কারণেই হিমাগারে ও জমিতে যে আলু ও মূলা দুই টাকা কেজিতে বিক্রি হয় না, সেখানে শহরের ভোক্তাদের তা ২০/২৫ টাকায় কিনতে হয়। চাউলের মূল্য সর্বোচ্চ ৩০/৩৫ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। বিপুল চাউল আমদানি করেও সরকার গত ৭/৮মাসে চাউলের মূল্য স্বাভাবিক পর্যায়ে আনতে পারেনি। গতকাল অর্থমন্ত্রীর বক্তব্যে এমন আভাষই দেওয়া হয়েছে। তাই আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সরকারকে জনগণের ভোটের বিষয়টি মাথায় রেখে এর সমাধান আনতে হবে। অতীতে দেখা গেছে পণ্যমূল্য বৃদ্ধির কারণে আওয়ামী লীগের পতন ঘটেছে। এবারও পণ্যমূল্য বৃদ্ধির পুনরাবৃত্তি ঘটলে জনগণের ভোট ভিন্নমুখী হতে পারে। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্পাদক মÐলির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাওলানা মাহফুজুল হক বলেন, জেরুজালেম ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একচেটিয়া মনোভাব পরিহার করে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর চাওয়া পাওয়ার মূল্যায়ন করতে হবে। তা না করায় ট্রাম্পের হুমকি সত্তেও জাতিসংঘের সদস্যভূক্ত দেশসমূহ তাকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শণ করেছে। যে ৭/৮টি দেশ তার পক্ষ নিয়েছে মানচিত্রে সেসব দেশ দেখা যায় না বললেই চলে। আর এ ৭/৮ দেশের লোক সংখ্যা ১ লাখের বেশি নয়। মুসলমানদের প্রতি বৈরী মনোভাব পোষণের কারণেই মহান আল্লাহ তাআলা ট্রাম্পকে এ শিক্ষা দিয়েছেন। মনোভাব পরিবর্তন না করলে ট্রাম্পকে আরো ভয়াবহ গযবের সম্মুখীন হতে হবে। এতে আরো উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কুরবান আলী, মুফতী হাবীবুর রহমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক, বায়তুলমাল ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক নূর, প্রমূখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ