Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

চুরি ও দুর্নীতি মারাত্মক আকার ধারণ করেছে -প্রিন্সিপাল ইউনুছ আহমাদ

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ “শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ-এর বক্তব্য ঘুষ খান সহনশীল হয়ে” শিক্ষামন্ত্রীর একথায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তার বক্তব্যে প্রমাণ করে দেশ দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছেছে। শিক্ষামন্ত্রী বলেছেন, শুধু কর্মকর্তারাই ঘুষ খায় না, মন্ত্রীরাও দুর্নীতি করেন। মন্ত্রীরা চোর। ওই দপ্তরে চাকুরী করে একজন লোক ঢাকায় ১৩টি বাড়ী করেছেন। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর এ কথায় দেশে চোর ও দুর্নীতিবাজদের দৌরাত্ম কোন পর্যায়ে গেছে তা স্পষ্ট ফুটে উঠেছে। শিক্ষামন্ত্রীল এ্ বক্তব্যের পর দেশে আশঙ্কাজনক হারে ঘুষ ও চুরি বৃদ্ধি পাবে এতে কোন সন্দেহ নেই। ইসলাম ঘুষ ও দুর্নীতিকে হারাম বলে ঘোষণা করেছে। সেক্ষেত্রে মন্ত্রী চোর ও দুর্নীতিবাজদের শায়েস্তা না করে সহনশীল হয়ে ঘুষ খেতে উপদেশ দেয়া কত বড় জঘন্য তা বলার অপেক্ষা রাখে না। তাই চুরি ও দুর্নীতি বন্ধ করে শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসনের বিকল্প নাই। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলকে ইসলামের ছায়াতলে ফিরে আসতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ