Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নিকলীতে বৃত্তি প্রদান

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের নিকলী উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। জেলা পরিষদ অডিটরিয়াম নিকলীর হল রুমে হাজী মিয়া চাঁদ, কারার মীর হোসেন, কারার আছির উদ্দিন, কারার ফাউন্ডেশন এর উদ্যোগে গতকাল রোববার সকালে এই বৃত্তি প্রদান করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপজেলার একটি কলেজ, সাতটি উচ্চ মাধ্যমিক স্কুল ও তিনটি দাখিল মাদরাসার ১৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১২শ’ টাকা করে প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- শহীদ স্মৃতি আদর্শ মুক্তিযোদ্বা কলেজ, মজলিশপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়, নিকলী জে. সি উচ্চ বিদ্যালয়, নিকলী বালিকা উচ্চ বিদ্যালয়, জারুইতলা উচ্চ বিদ্যালয়, রসুলপুর হানিফ ভ‚ঁইয়া উচ্চ বিদ্যালয়, ছাতীরচর উচ্চ বিদ্যালয়, আলীয়া পাড়া নুরজাহানউচ্চ বিদ্যালয়, মহোরকোনা আশরাফি দাখিল মাদরাসা, বেতিরচর দাখিল মাদরাসা ও টেংগুরিয়া হাজী আহম্মদ আলী দাখিল মাদরাসা। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৬০ জন ছাত্র এবং ৯০ জন ছাত্রীদের হাতে নগদ অর্থ তুলে দেয় অতিথিবৃন্দ। প্রবীন শিক্ষক আ: জব্বারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সচিব কারার মাহমুদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিন্দ্রনাথ চৌধুরী সহ আরো উপস্থিত ছিলেন কারার গিয়াস উদ্দিন, চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্কুল, কলেজ, মাদরাসার প্রধান শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ