Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

কৃষি ব্যাংকের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশে ‘ভুল’, পরে প্রত্যাহার

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : কৃষি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগ পরীক্ষায় ১০০০২৬ থেকে ১০০০৪৭ পর্যন্ত সবাই পাস করেছেন। এর পরের নম্বরগুলোতে উত্তীর্ণ হননি কেউ। রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের কিছুক্ষণের মধ্যে তা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। গত রোববার বিকালে ত্রুটিপূর্ণ ফল প্রকাশের কারণেই সংশ্লিষ্টদের এমন সিদ্ধান্ত বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ফল প্রকাশের পর দেখা যায়Ñ ১০০০২৬ থেকে ১০০০৪৭ পর্যন্ত যারা ছিলেন, তারা সবাই পাস করেছেন। এর পরের নম্বরগুলোতে শত শত প্রার্থী থাকলেও তাদের কেউ উত্তীর্ণ হননি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। তারা ৭৫ নম্বর পেয়েও পরীক্ষায় টিকতে পারেননি বলে জানান। একইসঙ্গে অনেকে কম নম্বর পেয়েও তালিকায় স্থান পেয়েছেন বলে অভিযোগ ওঠে। এদিকে প্রকৃত ফল প্রকাশ হবে আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর)। এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ব্যাংকার্স সিলেকশন কমিটির উপ-মহাব্যবস্থাপক আরিফ হোসেন খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ