Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোসাইটি অব সার্জেন্স অব বাংলাদেশ সভাপতি জুলফিকার সম্পাদক বাশার

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সোসাইটির অফ সার্জেন্স অফ বাংলাদেশের স¤প্রতি অনুষ্ঠিত নির্বাচনে প্রফেসর ডা. মো. জুলফিকার রহমান খান সভাপতি ও প্রফেসর ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি প্রফেসর ডা. ফিরোজ কাদের, প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ, ডা. সৈয়দ মো. আবু তালেব, কোষাধ্যক্ষ প্রফেসর ডা. তপন কুমার সাহা, যুগ্ম-সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসেন (দিপু), সাংগঠনিক সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মো. আবু তাহের, বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডা. মো. মনির হোসেন খান, সদস্য প্রফেসর ডা. মোহাম্মদ সদরুল আলম, ডা. নূর হোসেন ভূঁইয়া শাহিন, সহযোগী অধ্যাপক ডা. আরিফ সালাম খান, ডা. হাফিজ আহমেদ নাজমুল হাকিম, ডা. এসএম কামরুল আকতার সনজু, প্রফেসর ডা. এবিএম ফজলুর রহমান, ডা. সমীরণ কুমার মন্ডল এবং আঞ্চলিক সাংগঠনিক সম্পাদক হিসেবে ডা. ফেরদৌস আলম, ডা. মো. নাজমুল হক মাসুম ও ডা. শর্মিষ্ঠা রায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন প্রফেসর ডা. সৈয়দ সিরাজুল করিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ