Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

২৮ ডিসেম্বর নির্বাচন শেষ মুহূর্তে জমে উঠেছে নশিপুরে ইউনিয়নের উপ-নির্বাচন

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার গাবতলী ৯নং নশিপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড (কোলারবাড়ী) উপ-নির্বাচনে শেষ মহুর্তে প্রার্থীদের প্রচার প্রচারনা জমে উঠেছে। নশিপুর ইউপির ৫নং ওয়ার্ডের মোট ভোটার ১হাজার ৭শত ২জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮৫৩জন ও নারী ভোটার ৮৪৯জন। আগামী ২৮শে ডিসেম্বর বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে চার প্রার্থীই এখন ভোটারদের দ্বারে দ্বারে দোয়া ও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। কোলারবাড়ী গ্রামের সবত্রই চলছে ভোটের প্রচারনা। শেষ মহুর্তে সকল প্রার্থীই সমানতালে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে সবাই দেখছেন জয়লাভের স্বপ্ন। সচেতন ভোটার হাবিবুর রহমান জানান, যে প্রার্থী সৎ ও জনগণের কল্যাণে কাজ করবেন এমন প্রার্থীকেই তারা ভোট দিবেন। একই এলাকার লাদু আকন্দ জানান ভিন্ন কথা, তিনি বলেন আমরা সবসময় যাকে পাশে পাবো তাকেই ভোট দিয়ে নির্বাচিত করব। সরেজমিনে গিয়ে দেখা যায়, এ উপ-নির্বাচনে ফরিদুর রহমান মুন্টু (টিউবওয়েল), আব্দুল মান্নান সরকার (মোরগ), মোখলেছার রহমান সাকিদার (ফুটবল) ও মোঃ মাসুদ রানা (তালা) প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করছেন। নির্বাচন বিষয়ে গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান, আগামী ২৮শে ডিসেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সুষ্টুভাবে নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। উল্লেখ্য, গত ২২জুলাই ২০১৭ইং ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলে নির্বাচন কমিশন এ ৫নং ওয়ার্ডকে শূন্য ষোষনা করলে আগামী ২৮শে ডিসেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ