Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাফত প্রতিষ্ঠায় ধামরাইয়ে তরবিয়তী মজলিস

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই(ঢাকা)উপজেলা সংবাদদাতা : খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলার জন্য ঢাকা জেলা খেলাফত মজলিসের উদ্যোগে তরবিয়তী মজলিস গতকাল সোমবার ধামরাই পৌর এলাকায় মিডনাইট হোটেল হল রুমে অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা উওর খেলাফত মজলিসের সভাপতি কাজী ফিরোজ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড: মোস্তাফিজুর রহমান ফয়সাল, এ সময় তিনি বলেন, পৃথিবীতে চার খলিফার সময় যে রকম খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল সেই আদলেই ১৯৮৯ সালে আমাদের এই প্রাণের সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। সব বাধা বিপত্তি পেরিয়ে আমরা আল্লাহ ও রাসূলের আদর্শে পথ চলছি। আল্লাহর আইন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আপনারা এই প্রশিক্ষণের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠায় কাজ করুন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা উওর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি আশরাফ আলী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ