Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফটিকছড়িতে ২ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ ৩ নারী গ্রেফতার

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : ফটিকছড়ির দাঁতমারা থেকে গত রোববার সন্ধ্যায় ২ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধারসহ তিন নারী বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউপির হোসেনেরখিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ এ ইয়াবা উদ্ধার এবং তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। জানা যায়, চট্টগ্রাম জেলায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে দাঁতমারা পুলিশী গোপন সংবাদের ভিত্তিতে দাঁতমারা ইউপির হোসেনেরখিল এলাকায় পৌঁছলে পুলিশি উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ মানিক (২২) নামে এক যুবক পাহাড়ের দিকে পালিয়ে যায়। এতে সন্দেহ ঘনিভূত হলে পুলিশ পলাতক মানিকের বাড়ী কর্ড়ন দিয়ে তল্লাশী শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পলাতক মানিকের মা মৃত ইব্রাহিমের স্ত্রী আফরোজা বেগম, মিজানুর রহমানের স্ত্রী কুলছুমা বেগম, মোহাম্মদ মানিকের স্ত্রী নাহিদা আক্তার দল এর ঘরে রক্ষিত ১৪ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত নারী আসামিরা পালিয়ে যাওয়া আসামি মোহাম্মদ মানিকের সহযোগিতায় দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের স্বীকারোক্তি মতে প্রতিটি ইয়াবা বিক্রয় মূল্য ৩০০ টাকা, সে হিসেবে উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ