Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁয় গৃহবধু জীবন নেছা ওরফে মিনি চৌধূরী(৬৫) হত্যা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার ভোররাতে তাদের আটক করা হয়। তবে কোথায় থেকে তাদের আটক করা হয়েছে পুলিশ তদন্তের স্বার্থে তা গোপন রেখেছেন। আটকরা হলেন, বগুড়া জেলার আদমদিঘী উপজেলার অন্তাহার গ্রামের ফিরোজ হোসেনের ছেলে চঞ্চল (১৯) এবং একই গ্রামের মৃত সালাম হোসেনের ছেলে সোহাগ হোসেন (২১)। আটকের পর সকালে তাদের নওগাঁ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে হাজির করা হলে আসামীরা ১৬৪ ধারায় তাদের জবানবন্দি দেয়। এতে তারা তাদের নিজেদের ভুল স্বীকার করে। জবানবন্দি রেকর্ড করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৭টার দিকে নওগাঁ সদর থানায় সাংবাদিকের সামনে তাদের হাজির করা হয়। তাদের কাছ থেকে জানা যায় লোমহর্ষক চাঞ্চল্যকর তথ্য। মামলার বাদী নিহতের মেয়ে শাম্মী সুলতানা তৃনা বলেন, ঘটনার আগেরই দিনই মায়ের সাথে ফোনে কথা বলে শারীরিক খোঁজ খবর নিয়েছিলাম। তারা চুরি করতে গেছে মা’কে বেঁধে রাখতে পারত। কিন্তু এভাবে তারা কেন মা’কে হত্যা করল। আমি ওদের ফাঁসি চাই। আর এতো দ্রæত আসামীদের আটক করার জন্য পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানান তিনি। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, ঘটনার পর নিহত গৃহবধুর দ্বিতীয় মেয়ে শাম্মী সুলতানা তৃনা বাদী হয়ে অজ্ঞাত আসামী করে নওগাঁ সদর থানায় মামলা করেন। আমাদের সন্দেহ ছিল মিস্ত্রীদের উপর। এবং বাড়ির বাহিরে সিসি টিভি ক্যামেরায় সোহাগের চেহারা কিছুটা বোঝা যাচ্ছিল। তিনি বলেন, সাইকেলের সূত্র ধরে ১৯ দিনে মধ্যে রবিবার ভোরে তাদের আটক করা হয়। আর সাইকেলটা যে তাদের তারা তা স্বীকারই করছিলনা। এছাড়া ঘটনার সাথে আরো যারা সম্পৃক্ত আছে তাদের আটক করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ