বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে এক প্রবাসীর বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার গভীর রাতে উপজেলার তরফপুর ইউনিয়নের রামপুর গ্রামের ঘোষ পাড়ায় এ ঘটনাটি ঘটে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের সুমন ঘোষ কাতার ও তার বড় ভাই বীরেন ঘোষ দীর্ঘদিন ধরে আলজেরিয়ায় থাকেন। তিন দিন আগে সুমনের স্ত্রী পাপিয়া রানী ঘোষ ও বীরেনের স্ত্রী ঝুনু ঘোষ ঘরে তালা লাগিয়ে বাবার বাড়ি ঢাকার ধামরাইয় উপজেলার নয়ারহাটে যান। গত রোববার গভীর রাতে সুমন ঘোষের বসত ঘরে হঠাৎ এলাকাবাসী আগুন দেখেন। এসময় গ্রামবাসী এগিয়ে গিয়ে তা নেভান। খবর পেয়ে গতকাল সোমবার সকালে পাপিয়া রানী ঘোষ ও ঝুনু ঘোষ বাড়িতে আসেন।
পাপিয়া রানী ঘোষ জানান, ঘটনাটি ষড়যন্ত্রমূলক। আগুনোর কারণে তাদের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আনোয়ার জানান, আগুন লাগার সাথে সাথে এলাকাবাসী ছুটে গিয়ে তা নিভিয়ে দেয়। এলাকাবাসীর প্রচেষ্টায় সুমনের ঘরে পাশেই থাকা বীরেনের ঘরটি আগুন থেকে রক্ষা পেয়েছে। উপজেলার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির দায়িত্বাপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক মো. এনামুল হক চৌধুরী জানান, চুরির উদ্দেশ্যে কেউ হয়তোবা রাতে ঘরে ঢুকেছিল। তবে বিষয়টি রহস্যজনক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।