বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাঙামাটি জেলা সংবাদদাতা : পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসী অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য দীপংকর তালুকদার। রোববার বিকেলে রাঙামাটি নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার আরো বলেন, অবৈধ অস্ত্রধারীদের হাতে গরীব মেহনতি শ্রমিকরাই অধিকহারে নির্যাতিত-নিষ্পেষিত হয়ে আসছে। একের পর শ্রমিকদের অপহরণ করে গুম করছে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা। পাহাড়ের শান্ত পরিবেশকে বিনষ্টকারী অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে শ্রমিক জনতাকে এক হয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহবান জানিয়ে দীপংকর তালুকদার বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করতে হবে অন্যথায় শান্তিচুক্তির সুফল বঞ্চিত হবে অত্রাঞ্চলের জনসাধারণ। আগামী ২৮শে জানুয়ারী রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া মহাসমাবেশে দলমত সকলকে যোগদিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিজেদের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারের আহবান জানিয়েছেন তিনি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রামের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামছুল আলম, জেলা সমবায় কর্মকর্তা ইউছুপ হাছান চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ কুমার দাশ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।