Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌগাছা হাসপাতালে নেই ডাইরিয়া ওয়ার্ড সীমাহীন দুর্ভোগের শিকার রোগীরা

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


আবুল কাশেম চৌগাছা (যশোর) থেকে : যশোরের চৌগাছায় ডাইরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। হাসপাতালে ডাইরিয়া আক্রান্তদের জন্য আলাদা কোন ওয়ার্ড না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা। চৌগাছা মডেল হাসপাতাল সূত্রে জানাযায় গেল ২ দিনে শিশুসহ অর্ধশত নারী-পুরুষ ডাইরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালের চিকিৎসা গ্রহণ করেছেন। এদের মধ্যে অনেক প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন এবং অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ রির্পোট লেখা পর্যন্ত ডাইরিয়ায় আক্রান্ত হয়ে ২২ জন শিশু ও ৮ জন নারী ও ৬ জন পুরুষ চৌগাছা মডেল হাসপাতালে ভর্তি ছিল।
চৌগাছা মডেল হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. পলাশ কুমার বিশ্বাস বলেন দিনে গরম আর রাতে শৈত্য প্রবাহের সাথে শীত পড়ছে। ফলে রোটা, নরওয়াক, অ্যাডিনো, সিগেলা, সালমোনেলা ইত্যাদি জাতের ভাইরাস বিস্তার করায় ডাইরিয়া ছড়িয়ে পড়ছে। এমন ঠান্ডা-গরমের আবহাওয়ার ফলে শিশুরোগীর সংখ্যা বেড়েই চলেছে। ডাইরিয়া রোগীদের জন্য হাসপাতালে আলাদা কোন ওয়ার্ড না থাকায় ভর্তি শিশু রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘরের ভেতর জায়গা না থাকায় খোলা বারান্দায় ও রোগী সাধারণের চলাচলের রাস্তায় বিছানা করে চিকিৎসা নিচ্ছেন। জনসাধারণ চলাচলের সিঁড়িতে ডাইরিয়া রোগীর ভীড় করায় মানুষের পায়ে-পায়ে এ ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে।
ডাইরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে উপজেলার আন্দুলিয়া গ্রামের কেসমত আলী কন্যা সনিয়া (১) সলুয়া গ্রামের শরিফুল ইসরামের ছেলে আবু সাঈদ (১০), জগন্নাথপুর গ্রামের কার্তিক পালের ছেলে চয়ন (২), নিয়ামতপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে এ্যানি (২), পাতিবিলা গ্রামের জামাল হোসেনের ছেলে জিহাদ হোসেন (১), রহমান (২৪), তৌফিক (৫), জামিল হাসান (১২), জুবায়ের হোসেন (১৪) মাঠহাকিমপুর গ্রামের জামিয়া (১৩) মাস, জামিরা গ্রামের মাহা (১৬) মাস,আড়কান্দি গ্রামের ইমামুল হোসেনের ছেলে আরাফাত হোসেন (১), পুড়াহুদা গ্রামের মামুন হোসেনের ছেলে মুরসালিন (২), দেবীপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে সিফাত (৫), মাঠপাড়ার সেলিম হোসেনের ছেলে হামজা (২), মাধবপুর গ্রামের সুজন আরীর মেয়ে তানজিলা (৫), পুড়াপাড়া গ্রামের আক্তার হোসেনের মেয়ে সাদিয়া (৭), মোস্তাফিজুর (৫), ইয়াসিন (১), মাড়–য়ার লামমীম (৫), মশিয়ার শাহানাজ (৩২) ধুলিয়ানি গ্রামের সাফিনুর (১) বছর, আন্দারকোটা গ্রামের শিখা (১৫) মাস, সখিনা (২৫), মাজালি গ্রামের জিনিয়া (২) বছর, দিঘলসিংহা গ্রামের মানিক (১২) মাস, হাজরাখানার বদরুল আলম (২৬), পেটভরা গ্রামর আলামিন (২)বছর, পাঁচনামনার হাবিবুর রহমান (৯), সলুয়ার নুরুল ইসলাম (৭), আমেনা (৩২), বেগম (৪০) ইয়ামিন (১), সখিনা খাতুন (২৭), ইকরামুল আলম (১০), আব্দুল মান্নান (৯) এ ব্যাপারে উপজেলা মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আওরঙ্গজেব বলেন হঠাৎ আবহাওয়ায় পরিবর্তন আসার ফলে শিশুসহ সকল বয়সের মানুষ ডাইরিয়ায় আক্রান্ত হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ