প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আরেকবার বাঘের গর্জন শুনল বলিউড ফিল্মের দর্শকরা। তিনদিনের সপ্তাহান্তেই চলচ্চিত্রটি ‘১০০ কোটি ক্লাব’ বলে খ্যাত বাণিজ্যিক সাফল্যের পর্যায় অতিক্রম করল।
প্রথম দিনের ১৫০ কোটি রুপি বাজেটে নির্মিত ফিল্মটি এর সাফল্যের ব্যারোমিটারের আরোহণ নিশ্চিত করেছিল। দ্বিতীয় শনিবারে যেমন স্বাভাবিক ধারায় ফিল্মের আয় সামান্য হলেও কমে আসে তা ঘটেনি ফিল্মটির ক্ষেত্রে বরং বেড়েছে। তৃতীয় দিনে আরও বেড়েছে। বাড়তি সুবিধা হল বড়দিনের ছুটি। সুতরাং ফিল্মটি যে প্রথম সপ্তাহেই ২০০ কোটি রুপির পর্যায় পেরুবে তা আন্দাজ করা যায়।
২০১৪ সালে ইরাকে আইসিলের ভারতীয় ৪৬ নার্সকে পণবন্দী করার ঘটনা নিয়ে ‘টাইগার জিন্দা হ্যায়’ নির্মিত অ্যাকশন ড্রামা ফিল্মটি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। এতে এতে সালমান খান আর ক্যাটরিনা কাইফের পাশাপাশি অভিনয় করেছেন সোনিয়া লিনারেস, বিপিন পানিগ্রাহী, আকাংশ ভরদ্বাজ, জিতরাই সিং, ক্রুশি দুবে এবং সানায়া শর্মা।
গত শুক্রবার মুক্তি পেয়ে ফিল্মটি আয় করেছে ৩৪.১ কোটি রুপি। শনিবার ফিল্মটির আয় ৩৫.৩ কোটি রুপি। রবিবার ফিল্মটির আয় ৪৫.৫৩ কোটি রুপি। তাতে সপ্তাহান্তে ফিল্মটি আয় করেছে ১১৪.৯৩ কোটি রুপি। চলচ্চিত্রটি ভারতে ৪৬৫০টি পর্দায় মুক্তি পেয়েছে।
ভারতের বাইরে ১১০০ পর্দায় প্রদর্শিত হচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’। আন্তর্জাতিক সার্কিট থেকে প্রথম তিন দিনে আয় হয়েছে ৬৬.১৫ কোটি রুপি।
ফিল্মটির প্রথম পর্ব ‘এক থা টাইগার’ ২০১২তে মুক্তি পেয়ে ৩২০ কোটি রুপি আয় করেছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।