Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

ইলিয়াস কাঞ্চনের অভিনয় জীবনের চার দশক পূর্তি

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন ঃ চলচ্চিত্রে অভিনয় জীবনের চার দশক পূর্ণ করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিরসবুজ নায়ক ইলিয়াস কাঞ্চন। আগামী ৩১ ডিসেম্বর তিনি অভিনয় জীবনের চার দশক পূর্ণ করবেন। সুভাষ দত্ত পরিচালিত ‘বসুন্ধরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় ইলিয়াস কাঞ্চনের। ১৯৭৭ সালের ২৬ মার্চ তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। সে বছরই ৩১ ডিসেম্বর ‘বসুন্ধরা’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ববিতা। সেই থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রতি বছরই তার অভিনীত চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। ইলিয়াস কাঞ্চন যৌথভাবে প্রথম প্রযোজনা করেন ‘সর্পরানী’ ও ‘বোনের মতো বোন’ চলচ্চিত্র। এরপর তিনি এককভাবে প্রযোজনা করেন ‘বাদশা ভাই’, ক্যারিয়ারের একশ’তম চলচ্চিত্র ‘মাটির কসম’, ‘খুনী আসামী’, ‘বদসূরত’, ‘বাঁচার লড়াই’,‘ মুন্না মাস্তান’ ইত্যাদি। ক্যারিয়ারের চার দশক পুর্তি উপলক্ষে নতুন ইংরেজি বছরের প্রথম দিনে রাজধানীর একটি অভিজাত ক্লাবে ইলিয়াস কাঞ্চন তার খুব কাছের প্রিয় শিল্পী, পরিচালক, প্রযোজক’সহ আরো অন্যান্যদের নিয়ে এক গেটটুগেদারের আয়োজন করেছেন। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এই গেটটুগেদারের আয়োজন করতে দিয়ে দেখলাম যে দু’জন মানুষ আমাকে সন্তানের মতো ¯েœহ করতেন সুভাষ দত্ত এবং দারাশিকো তারা এই পৃথিবীতে নেই। নেই আমার প্রিয় পরিচালক শিবলী সাদিক, মান্নান সরকার, আলমগীর কবির, মমতাজ আলী, তোজাম্মেল হক বকুল’সহ আরো বেশ ক’জন। নেই আমার শ্রদ্ধেয় বড় ভাই নায়করাজ রাজ্জাক। এমন আরো অনেকে। তারপরও যারা আছেন তাদের নিয়ে এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি। আশা করি, প্রিয় সেই মুখগুলোর দেখা পাবো।’ ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনকে জাতীয় আন্দোলনে পরিণত করে ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ দিবস’-এর যাত্রা শুরু করান এ বছর। অভিনয় জীবনের পথচলায় বাবুরাজ পরিচালিত ‘পাষাণ’ চলচ্চিত্রে তিনি এবং অঞ্জু ঘোষ প্লে-ব্যাকও করেছিলেন। ইলিয়াস কাঞ্চন দুটি চলচ্চিত্র নির্দেশনা দিয়েছেন, একটি ‘বাবা আমার বাবা’ এবং অন্যটি ‘মায়ের স্বপ্ন’। ইলিয়াস কাঞ্চনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। তার বাবা আব্দুল আলী এবং মা স্বরূপা খাতুন। আলমগীর কবির পরিচালিত ‘পরীণিতা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ