Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক নাট্যোৎসবে বাংলাদেশ থিয়েটার-এর নাটক আমি

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো মূল ধারার নাটকের দলের পুরুষ অভিনীত একক অভিনয়ের নাটক ‘আমি’ আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশ নিলো। নাটকটি গত ২৪ ডিসেম্বর বীজপুর চতুর্থ সূত্র আন্তর্জাতিক নাট্যোৎসবে মঞ্চস্থ হয়েছে। নাটকটির পরবর্তী প্রদর্শনী হবে মুর্শিদাবাদে ২৭ ডিসেম্বর। এছাড়াও বহরমপুরে আরো দুটি শো করার কথা রয়েছে। আমাদের দেশে বর্তমানে মঞ্চে প্রচুর একক নাটক মঞ্চায়িত হয়ে আসছে যা মূলত অভিনেত্রীদের দ্বারাই অভিনীত হয়। সেই ধারাবাহিকতার ব্যত্যয় ঘটিয়ে খন্দকার শাহ্ আলম একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন মাহবুব আলম রচিত ‘আমি’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। গত আগস্টের ১০ তারিখে উদ্বোধনী মঞ্চায়নের পর এ পর্যন্ত নাটকটির মোট ৯টি সফল মঞ্চায়ন হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও মূল হলে। ইতোমধ্যেই বাংলাদেশ থিয়েটার এর সপ্তদশ এই প্রযোজনাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ‘আমি’ নাটকটি শিল্পের সাধক রুশদু’র শিল্প জীবন ও ব্যক্তি জীবনের টানাপোড়নের মিথস্ক্রিয়া। এই নাটকের পরতে পরতে রয়েছে ব্যক্তি ও শিল্প জীবনের দ্যোতনা। চমৎকার ভাষায় রচনা করেছেন তরুণ নাট্যকার মাহবুব আলম। যা বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। শিল্পী জীবনের এই টানা পোড়েনের গল্পটির নান্দনিক চিত্র মঞ্চে নির্মান করেছেন নির্দেশক ড. আইরিন পারভীন লোপা। এই নাটকের প্রাণ, অভিনেতা খন্দকার শাহ্ আলম। কঠিন এই পান্ডুলিপিটি অভিজ্ঞ অভিনেতা খন্দকার শাহ্ আলম এর অভিনয় দক্ষতার কারণেই আলোকিত হয়েছে। নাটকটির চমৎকার দৃষ্টি নন্দন মঞ্চ নির্মান করেছেন ফজলে রাব্বী সুকর্ণ। আর আলোক পরিকল্পনা করেছেন কোলকাতার জয়ন্ত মুখোপাধ্যায় এবং আবহ সঙ্গীত করেছেন শেখ জসিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ