Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিচ্ছন্ন বাংলাদেশ ফেসবুক পেজে চিরকুট-এর গানের সাফল্য

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: মুক্তির এক সপ্তাহের মধ্যে ১০ লাখেরও বেশি ভিউ অর্জন করেছে ‘মন সুন্দর যার, সে রাখে দেশ পরিষ্কার।’ ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর এই থিম সংটি নিয়ে এসেছে ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ পাওয়ার্ড বাই হারপিক এবং দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। প্রাণপ্রিয় দেশকে পরিচ্ছন্ন রাখার আহŸান নিয়ে তৈরি করা হয়েছে থিম সংটি। পরিচ্ছন্ন বাংলাদেশ-এর ফেসবুক পেজ-এ বিগত ১৯ ডিসেম্বর থিম সংটি রিলিজ করার পর বিশাল সংখ্যক মানুষের মনে জায়গা করে নিয়েছে। এ পর্যন্ত গানটি প্রায় ৭ হাজারের বেশি বার শেয়ার হয়েছে এবং ৪৬ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী এতে তাদের রিঅ্যাকশান দিয়েছেন। এছাড়াও, অনেকেই ফেসবুকে কমেন্টের মাধ্যমে তাদের ভালোবাসা জানিয়েছেন এবং এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যা¤েপইনের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এ ব্যাপারে রেকিট বেনকিজার-এর মার্কেটিং ডিরেক্টর সৈয়দ তানজিম রেজওয়ান বলেন, ‘পরিচ্ছন্ন বাংলাদেশের থিম সং মন সুন্দর যার, সে রাখে দেশ পরিষ্কার-এর এই সাফল্য আমাদের আশাতীত। ১০ লাখ ভিউ অর্জনের ব্যাপারটি আমাদের জন্য সত্যিই দারুণ অনুপ্রেরণার। এই গানের মাধ্যমে আমরা দেশের মানুষের কাছে পরিচ্ছন্নতার আহবান নিয়ে যেতে চাই। আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই পরিচ্ছন্ন বাংলাদেশ-এর লক্ষ্য পূরণ হবে। চিরকুট ব্যান্ড-এর সুমি বলেন, ‘প্রিয় মাতৃভ‚মিকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার আহবানে গান গাইতে পেরে খুবই আনন্দিত ও অনুপ্রাণিত আমরা। গানটির এই সাফল্য আমাদের মনে আশা জাগায়। গানের ডাকে দেশের মানুষ যদি পরিচ্ছন্নতার শপথ নেয় এবং তাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখে, তাহলেই আমাদের এই গান সার্থক হবে। আশা করছি, এই গান শুনে সবাই দেশ পরিষ্কার রাখতে উদ্বুদ্ধ হবে এবং গানটি সবার হৃদয়ে জায়গা করে নেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ