Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

সখিপুরে তাফসির মাহফিল শুরু আজ

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরের প্রাণকেন্দ্র সখিপুর পিএম পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ ময়দানে প্রতি বছরের মতো এ বছরও সখিপুর বাসীর উদ্যোগে আজ মঙ্গলবার থেকে শনিবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত পাঁচ দিনব্যাপী নবম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল শুরু। ওই তাফসিরুল কুরআন মাহফিলে প্রথম দিন (মঙ্গলবার) তাফসির ফরমাবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, প্রখ্যাত হাদিস বিশারদ ও মোফাচ্ছিরে কুরআন আলহাজ হজরত মাও. মুফতি আব্দুর রাজ্জাক কাশেমী, পাবনা (বিষয় : সূরা বাকারা ১৪তম রুকু), দ্বিতীয় দিন (বুধবার) তাফসির করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, শাইখুততাফসির ও হাদিস বিশারদ আলহাজ হজরত মাও. মুফতি মো. খোরশেদ আলম কাশেমী (বিষয় : সূরা বাকারা ১৫তম রুকু), তৃতীয় দিন (বৃহস্পতিবার) তাফসির করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাদিস বিশারদ ও প্রখ্যাত মোফাচ্ছিরে কুরআন আলহাজ হজরত মাও. অবদুুল বাছেদ খান, সিরাজগঞ্জ (বিষয় : সূরা বাকারা ১৬তম রুকু), চতুর্থ দিন (শুক্রবার) তাফসির ফরমাবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাদিস বিশারদ ও প্রখ্যাত মোফাচ্ছিরে কুরআন আলহাজ হাফেজ মাও. মো. রেজাউল করিম নাটোরী (বিষয় : সূরা বাকারা ১৭তম রুকু), পঞ্চম দিন (শনিবার) তাফসির ফরমাবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, হাদিস বিশারদ ও প্রখ্যাত মোফাচ্ছিরে কুরআন আলহাজ হজরত মাও. মুফতি ওয়ালী উল্লাহ। পৃষ্ঠপোষকতায় স্থানীয় এমপি অনুপশ শাহজাহান জয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ