Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে বড়দিনের উৎসব

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

হজরত মুহাম্মদ (সা.) ছিলেন মহামানব - দীপঙ্কর তালুকদার
কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ আয়োজনে শুভ বড়দিনে গতকাল সকাল ৯টায় প্রার্থনার মধ্য দিয়ে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিনের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে আলোচনা সভা ও বড়দিনের কেক কাটেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। প্রধান অতিথি দীপঙ্কর তালুকদার বক্তব্যে বলেন, হজরত মুহাম্মদ (সা.) ছিলেন একজন মহামানব। তাঁর জীবন আদর্শ ছিল সৎ মহৎ। অনেক কাফের তাকে পাথর মেরে আহত করেছিল, তবুও তিনি কাউকে অভিশাপ দেননি। অনুষ্ঠানে হজরত মুহাম্মদ (সা.) জীবনী তুলে ধরেন। তিনি শুভ বড়দিনে খ্রিস্টধর্মের অনুসারীদের আদর্শ এবং তাদের প্রার্থনা কামনা করে সুন্দর সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, কাপ্তাই উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, জেলা পরিষদের সদস্য থোয়াইচিং মং মারমা, খ্রিস্টান হাসাপাতালের ডেপুটি পরিচালক ডাক্তার প্রবীর খিয়ং, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, ব্যার্প্টিস্ট চার্চ মিশনের সাধারণ সম্পাদক অংথুই খিয়ং, খ্রিস্টান হাসপাতালের প্রোগ্রাম অ্যাডমিন ম্যানেজার বিজয় মারমা প্রমুখ। দিনটি পালনের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে হাসপাতাল এলাকায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ