Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে অবাধে ইটভাটা নির্মাণ হুমকির মুখে পরিবেশ

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জে অবাধে চলছে ইটভাটা স্থাপনের উৎসব। এতে একদিকে যেমন হুমকির মূখে পড়ছে পরিবেশের ভারসাম্য, তেমনি অন্যদিকে উজাড় হচ্ছে ফসলি জমি। ইটভাটায় মাটি পরিবহনের কাজে ব্যবহৃত মহেন্দ্র ট্রাক্টরের দখলে রয়েছে সড়কগুলো। বাঁশঝাঁড়সহ বনজসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১০টি ইটভাটা থাকলেও নতুন করে ছয়টি ইটভাটা স্থাপন করা হয়েছে। ভাটাগুলোতে মাটির প্রয়োজন হওয়ায় ভাটামালিকরা দো-ফসলা আবাদি জমির টপসয়েল ট্রাক্টরে নিয়ে যাচ্ছে।
এতে করে গ্রামীণ ও জনগুরুত্বপূর্ণ সড়কগুলো বেহাল দশায় পরিণত হয়েছে। একাধারে জমিগুলো যেমন হারাচ্ছে তার উর্বরা শক্তি, তেমনি অন্যদিকে জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলো সাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। এ ছাড়া মাটি বহনকারী ট্রাক্টরের চালকদের বেপরোয়া গাড়ি চলাচলের কারণে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়ছেন। গত বছর মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে জীবন দিতে হয়েছে দুই শিশুকে। এ নিয়ে উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উপস্থাপন করা হলেও কোনো কাজ হয়নি। স্থানীয় সকল শ্রেণীর মানুষের দাবি, এসব ইটভাটা স্থাপনের অনুমতি বাতিলপূর্বক পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সহায়ক ভ‚মিকা গ্রহণ করা দরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ