Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

শৈলকুপায় বৃত্তি পরীক্ষা

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শৈলকুপা (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপায় ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের দশম ব্যাচের বার্ষিক বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে সার্বিক নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষা শেষ হয়। উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেধার ভিত্তিতে বিবেচিত ৬১৪ জন শিক্ষার্থী পরিক্ষার প্রবেশপত্র সংগ্রহ করে। ফাউন্ডেশনের সদস্য সচিব স্বপন বাগচির তত্ত¡াবধানে সভাপতি ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম শামছুল আলম পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ড. ওয়ালিউজ্জামান এর ভাগ্নে এবং ফাউন্ডেশনের সদস্য কে এম শরীফের ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের সদস্য এস এম কোবাদ আলী, মো. আরিফ রেজা, মো. মিজানুর রহমান। এ ছাড়া মনিটরিং হিসেবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির শৈলকুপা শাখার সাবেক সভাপতি আজমল খান ও সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ