Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে অতিরিক্ত যাত্রী বহন করায় জাহাজকে জরিমানা

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

টেকনাফ উপজেলা সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী পর্যটকবাহী পারিজাত নামের একটি জাহাজকে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠানোয় ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সকাল নয়টার দিকে এমভি পরিজাত টেকনাফের দমদমিয়া ঘাট থেকে যাত্রী তুলে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠানোর খবর পেয়ে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাকিম প্রণয় চাকমা বলেন, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, গ্রিনলাইন-১, এসটি শহীদ সুকান্ত বাবু, এলসিটি কুতুবদিয়া, এসটি খিজির-৮, এমভি পরিজাতসহ সাতটি জাহাজ যাত্রী পরিবহন করে আসছে। এর মধ্যে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠানোয় পারিজাত জাহাজ কর্তৃপক্ষের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠানোয় দুই শতাধিক পর্যটককে নামিয়ে আনা হয় এবং নামিয়ে আনা পর্যটকদের টিকিটের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে।
অতিরিক্ত পর্যটক বহনের দায়ে এলসিটি কুতুবদিয়া ও এসটি খিজির-৮ নামের দুটি জাহাজকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে গত মঙ্গলবার এলসিটি কুতুবদিয়াকে এক লাখ টাকা এবং বুধবার এসটি শহীদ সুকান্ত বাবু জাহাজ কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ