Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : মৌলভীবাজার থেকে ইয়াবা ট্যাবলেট নরসিংদীতে পাচারের সময় বাসাইলে ধরা খেয়েছে লিটন মিয়া নামে এক মাদক বহনকারী। গতকাল রোববার নরসিংদী ডিবি পুলিশ শহরের বাসাইল এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫শত পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। জানা গেছে, নরসিংদী ডিবি পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, মৌলভীবাজার থেকে ইয়াবা টেবলেট নিয়ে নরসিংদী আসছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আব্দুল গাফ্ফার পুলিশ নিয়ে বাসাইল এলাকায় গিয়ে উৎপেতে বসে থাকে। ইয়াবা নিয়ে লিটন ঘটনাস্থলে পৌছলে এসআই আব্দুল গাফ্ফার ও পুলিশ সদস্যরা তাকে ঘেরাও করে ধরে ফেলে। এসময় তার সাথে থাকা ৩ হাজার ৫শত পিস ইয়াবা টেবলেট জব্ধ করে। যার মূল্য ১০ লাখ ৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত লিটন নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার আলাউদ্দিন মিয়ার ছেলে বলে জানা গেছে। সে পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক নিয়ে নরসিংদীসহ বিভিন্ন এলাকায় পাচার করে। তবে ইয়াবাগুলো নরসিংদীতে কোথায় কার কাছে পাচার করার উদ্দেশ্যে নিয়ে আসে সে সম্পর্কে পুলিশ কোন তথ্য দিতে পারেনি। তবে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ