Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবিপ্রবিতে রেজিস্ট্রার ভবনে তালা কর্মচারীদের বিক্ষোভ : স্মারকলিপি প্রদান

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নীতিমালা সংশোধনের দাবিতে রেজিস্ট্রার ভবনে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করছেন কর্মচারীরা। গতকাল রোববার সকাল সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। বিক্ষুব্ধ কর্মচারীরা পরে ৫ দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের সভাপতি জামসেদ হোসেন পলাশ সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মচারীরা দীর্ঘদিন ধরে নীতিমালা সংশোধনের জন্যে দাবি করে আসছিলেন। দাবির প্রেক্ষিতে চলতি বছরের ২১ ফেব্রæয়ারী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আল নকীব চৌধুরী তাৎক্ষণিক টুরিজম এন্ড হসপিটালিটি ম্যনেজম্যান্ট বিভাগের চেয়ারম্যান ড. কামরুজ্জমানকে আহবায়ক করে একটি কমিটি গঠন করেন। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে নীতিমালা আপ-গ্রেডেশনের জন্যে বলা হলেও ড. কামরুজ্জামান অজ্ঞাত কারণে এটির কোন বাস্তবায়ন করছেন না। উল্টো কর্মচারীদের সাথে শিক্ষকরা একের পর এক খারাপ আচরণ করে চলেছেন। কর্মচারীদের সকল নীতিমালা সংশোধনের দাবিতে তাদের আজকের এই কর্মসূিচ। বিক্ষুদ্ধরা দাবি করেন, ইতোমধ্যেই কয়েকজন কর্মচারীকে আপগ্রেডেশন দেওয়া হয়েছে সম্পূর্ণ নীতিমালা বহির্ভূত ভাবে। তারা নীতিমালা সংশোধন করে সকল কার্যক্রম পরিচালনার জন্যে দাবি জানান। এ সময় বিক্ষুব্ধ কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে দুই ঘন্টা পর তালা খুলে দিয়ে ৫ দফা দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়। দাবিগুলোর মধ্যে নীতিমালা কমিটির আহবায়ক ড. কারুজ্জামানের সকল প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ, কর্মচরীদের নীতিমালা শতভাগ বাস্তবায়ন, কর্মচারীদের প্রতি অবজ্ঞা অবহেলা করা হলে দোষী ব্যক্তিদের শাস্তিসহ ৫ দফা দাবী করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তালা খুলে দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ