Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নাঙ্গলকোট(কুমিল্লা)উপজেলা সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীর ডুবাইর বাজারের নির্বাচনী অফিস, দোকান ও মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে। গত শনিবার সন্ধায় বহিরাগত একদল সন্ত্রাসী অতর্কিত ভাবে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটায়। গতকাল রোববার ডুবাইর বাজারে বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, শনিবার সন্ধায় তার প্রতিপ্রক্ষ আওয়ামীলীগ দলীয় প্রার্থী আবুল কালামের বহিরাগত সন্ত্রাসীরা ৩০/৪০টি মোটর সাইকেল যোগে এসে দেশীয় অস্ত্রশন্ত্র নিয়ে তার ডুবাইর বাজারের প্রধান নির্বাচনী অফিসে অতর্কিত হামলা চালিয়ে অফিসসহ পাশ্ববর্তী কয়েকটি দোকানঘর ও নির্বাচনী কাজে ব্যবহৃত কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করে। এ সময় অফিসে অবস্থান করা অন্তত ৬জন কর্মী আহত হয়। তিনি আরো বলেন, তার কর্র্মী ও সমর্থদের বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে। তিনি আসছে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় ইউপি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ