Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষি ও বিদ্যুৎ খাতে বিশেষ গুরুত্ব আগামী অর্থবছরের বাজেট

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : আগামী অর্থবছরের বাজেটে ভর্তুকির ক্ষেত্রে কৃষি ও বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একই সঙ্গে চলতি অর্থবছরের চেয়ে ভর্তুকি বাড়ানো হতে পারে। আগামী অর্থবছরের ভর্তুকির লক্ষ্যমাত্রা সাড়ে ২৮ হাজার কোটি টাকা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ভর্তুকি রয়েছে ২৮ হাজার ৪৫ কোটি টাকা। আগামী অর্থবছরে জন্য ভর্তুকির মধ্যে প্রণোদনা ও নগদ সহায়তাও অন্তর্ভুক্ত করা হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, অন্যান্য অর্থবছরের বাজেটের মতো আগামী অর্থবছরের বাজেটেও সবচেয়ে বেশি ভর্তুকি দেওয়া হবে কৃষি খাতে। এ খাতে ভর্তুকির পরিমাণ প্রাথমিকভাবে প্রাক্কলন করা হয়েছে ৯ হাজার ২০০ কোটি টাকা। এ খাতে চলতি অর্থবছর ভর্তুকির লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে ৯ হাজার কোটি টাকা। এর আগের বছরের সংশোধিত বাজেটে যা ছিল ৬ হাজার কোটি টাকা।
সূত্র জানায়, আগামী বাজেটে ভর্তুকির দ্বিতীয় বৃহত্তম খাত হিসেবে গুরুত্ব দেওয়া হবে বিদ্যুৎ খাতকে। এ খাতের আওতায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) ভর্তুকির অর্থ প্রদান করা হবে। এজন্য প্রতিষ্ঠানের বিপরীতে ভর্তুকি থাকবে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা। এছাড়া, আগামী অর্থবছরে বরাবরের মতো রপ্তানি খাতেও নগদ সহায়তা দেওয়া হবে। এ খাতের মধ্যে তৈরি পোশাক খাতসহ আরও ডজনখানেক রপ্তানিমুখী পণ্যের রপ্তানির বিপরীতে নগদ সহায়তা দেওয়া হবে। সাধারণত এই সহায়তা রপ্তানির বিপরীতে ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে ‘অন্যান্য খাত’ বলে বিবেচিত কয়েকটি খাতে আর্থিক সহায়তার প্রস্তাব রাখা হবে। এর পরিমাণ ৫ হাজার কোটি টাকারও বেশি হবে বলে জানা গেছে।
এদিকে, চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ভর্তুকি, নগদ সহায়তা, প্রণোদনা খাতে বরাদ্দ দেওয়া আছে ২৮ হাজার ৪৫ কোটি টাকা। যা মোট জিডিপির ১ দশমিক ৩ ভাগ। এর আগের অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ রাখা ছিল ২৬ হাজার ৭২৯ কোটি টাকা, যা মোট জিডিপির ১ দশমিক ২ ভাগ। যদিও সংশোধিত বাজেটে এ ভর্তুকির পরিমাণ ২৩ হাজার ৮৩০ কোটি টাকায় নামিয়ে আনা হয়। এর আগে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে ভর্তুকি বাবদ বরাদ্দ রাখা হয়েছিল ১৪ হাজার ৪১৮ কোটি টাকা। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে খাদ্য খাতে চার হাজার ৫৪৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া রয়েছে। এর আগের বছরে এ খাতে বরাদ্দ ছিল দুই হাজার ৮২০ কোটি টাকা। চলতি বাজেটে রপ্তানি খাতে প্রণোদনা হিসেবে চার হাজার কোটি টাকা রাখা হয়েছে। পাটজাত পণ্যে প্রণোদনা হিসেবে বরাদ্দ রয়েছে ৫০০ কোটি টাকা।
পিডিবি’র জন্য বাজেটে পাঁচ হাজার ৫০০ কোটি টাকা ভর্তুকি বাবদ রাখা হয়েছে। এর আগের বছর যা ছিল ছয় হাজার কোটি টাকা। এছাড়া চলতি অর্থবছরের বাজেটে অন্যান্য খাতে সাড়ে চার হাজার কোটি টাকা ভর্তুকি হিসেবে রাখা হয়েছে। এর আগের বছরে এসব খাতে রাখা হয় চার হাজার ৪০৯ কোটি টাকা। মজার ব্যাপার হচ্ছে, চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ভর্তুকি কমানোর কথা বলা হলেও শেষ পর্যন্ত আগের বছরের তুলনায় এক হাজার ৩১৬ কোটি টাকা ভর্তুকি বাড়ানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ